ঢাকা, বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪

ইরাকি মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান ঘাঁটিতে ভয়াবহ রকেট হামলা

মার্কিন যুক্তরাষ্ট্রের ঠিকাদারদের দ্বারা পরিচালিত ইরাকের সামরিক বিমান ঘাঁটির নিকটবর্তী অঞ্চলে ভয়াবহ রকেট হামলা চালানো হয়েছে। রবিবার (৪ এপ্রিল) বিকালে চালানো আক্রমণের ঘটনাটি ইরাকি নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।


ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে বাহিনীর এক কর্মকর্তা বলেন, বিমান ঘাঁটির নিকটবর্তী গ্রামীণ অঞ্চলে দুটি রকেট হামলা চালানো হয়েছে। যদিও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।


প্রাথমিক তদন্তে দেখা গেছে, হামলার মূল লক্ষ্য ছিল বাগদাদের উত্তর দিকে অবস্থিত বালাদ বিমান ঘাঁটি। কিন্তু এটি রকেটগুলি সংক্ষিপ্ত হয়ে পড়ে এবং দক্ষিণ-পূর্ব দিকে গিয়ে আল-বুআসি গ্রামে আঘাত করে।


এর আগে গেল ১৫ মার্চ বালাদ বিমান ঘাঁটিকে লক্ষ্য করে পাঁচটি রকেট হামলা চালানো হয়েছিল।


তবে কেউই এ হামলার দায় স্বীকার করেনি। অবশ্য ইরান সমর্থিত মিলিশিয়া গ্রুপের হাত আছে বলে ধারণা ইরাকি কর্মকর্তাদের। কারণ, তারা আগেও এমন হামলা চালিয়েছিল।

ads

Our Facebook Page